ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (ইউনিয়ন পর্যায়)
মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে)
গর্ভবতী সেবা
গর্ভত্তর সেবা
এম আর সেবা
সাধারন রোগীর সেবা
৫ বছর কম বয়সী শিশুদের সেবা
প্রজনন তন্ত্রে যৌন বাহিত রোগের সেবা
ইপি আই সেবা
ভিটামিন এ ক্যাপসুল বিতরন
(খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনা মূল্যে)
পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান।
খাবার বড়ি বিতরন
জন্ম নিরোধক ইনজেকশন
আই ইউ ডি/ কপার টি।
(গ) সরকার নিধারিত মূল্যে সাপেক্ষে প্রদত্ত সেবা।
ই সি পি ৮ টাকা
কনডম ১ ডজন ১.২০ টাকা
(ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্ম লিখিত সুবিধা দিয়ে থাকেঃ-
আই ইউ ডি কপারটি এর ক্ষেত্রে ৫০ টাকা
ইমপস্নান্টের ক্ষেত্রে মোট ১৭৫ টাকা
স্থায়ী পদ্ধতী (পুরুষ) ক্ষেত্রে একটা লুঙ্গী ও ২০০০ টাকা
স্থায়ী পদ্ধতী (মহিলা) ক্ষেত্রে একটা শাড়ী ও ২০০০ টাকা
(ঙ) অন্যান্য সেবা (বিনা মূল্যে)
সাধারন রোগীর সেবা
বয় সন্ধিকালীন সেবা (কিশোর প্রজনন)
স্বাস্থ্য শিক্ষা মূলক সেবা।
(চ) প্রয়োজনে রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে (রেফার) প্রেরন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS