ইউনিয়ন স্বাস্থ্য (মেডিকেল) কার্যক্রম
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ইউনিয়নটি নবসৃষ্ট হওয়ায় এর কোন উক্ত কেন্দ্র এখন পর্যন্ত স্থাপিত হয় নাই। তবে বর্তমান চেয়ারম্যান সাহেব ও তার ভাইগনের নিজস্ব দান কৃত জমির উপর উক্ত কেন্দ্রটির নির্মানের বিষয়টি প্রক্রিয়াধীন। স্থানঃনোয়াগাঁও পশ্চিম পাড়া নোয়াগাঁও হাই স্কুলের দক্ষিণ পাশে। ইউনিয়নে দুটি কমিউনিটি ক্লিনিক আছে।
সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকের দায়িত্ব ও কর্তব্যঃ-
১। বাংলাদেশ সরকারের কর্মচারী হিসাবে স্বাস্থ্য বিষয়ক কার্যাক্রম বাস্তবায়ন ও তদারকী করা।
২। অধীস্থ স্বাস্থ্য সহকারীদের কায্যক্রমের সহায়ক তদারকী করা।
৩। মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের দায়িত্ব প্রাপ্ত সকল কার্য্যক্রমের সমন্বয় সাধান করা।
৪। সাপ্তাহিক ও মাসিক পর্যালোচনা সভায় সক্রিয় অংশগ্রহন ও সমস্যা চিহ্নিত করন
ও সমাধান গ্রহনার্থে সহায়তা করা।
৫। নতুন ও পূনঃ আর্বিভূত রোগ নিয়ন্ত্রণ কার্য্যক্রমে অংশগ্রহন ও তদারকী করা।
৬। মহামারী নিয়ন্ত্রণ কার্য্যক্রমে অংশগ্রহন করা।
৭। দূযোর্গ ব্যবস্থাপনা কার্যক্রমে অংশগ্রহন করা।
৮। ই.পি.আই কার্যক্রম অংশগ্রহন (Supervision & Monitoring)
৯। নিয়ন্ত্রণে ডি.ও.টি.এস প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহন ও তদারকী করা।
১০। কমিউনিটি কিইনক কার্যক্রম বাস্তবায়ননে সহায়তা ও তদারকী করা।
১১। Arseniconisনিয়ন্ত্রনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
১২। স্থানীয় ও কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশ গ্রহন করা।
১৩। অধীনস্থ কর্মচারীদের কর্মকালীন পরামর্শ, প্রশিক্ষণ প্রদান করা।
১৪। মাসিক প্রতিবেদন প্রনয়ণে সহায়তা ও রিপোর্ট একীবূত করে
উর্ধ্বতন কর্মকর্তার নিকট সময়মত প্রেরণ করা।
১৫। ডিজিজ সার্ভিসেস।
১৬। কার্যকরী Referal ব্যবস্থাপ্রনয়নে সহায়ক .. করা।
১৭। School Health ও গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সেবায় সহায়ক পুপারিভিশন করা।
১৮। জন্মের ২৮দিনের মধ্যে শিশু নিবন্ধন কার্যক্রম অংশ গ্রহন ও সহায়ক সুপারভিশন।
১৯। ১৫-৪৯ বৎসর মায়েদের নিবন্ধন ও TTটাকার কার্য্যক্রমে অংশ গ্রহন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস