Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে কাইতলা উত্তর ইউনিয়ন

 

+অখন্ড কাইতলা ইউনিয়ন বিভক্তি প্রক্রিয়ার পদযাত্রাঃ-

অখন্ড কাইতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত জনাব মোঃ মাজিদুল ইসলাম চৌধুরী,  জনাব মোঃ মদন মিয়া, জনাব মোঃ নজরুল ইসলাম, জনাবা সৈয়দা নাজমুন্নাহার এর মাননীয় মন্ত্রী- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বরাবর ২২/০২/০৯ইং তারিখে দাখিলকৃত আবেদন পত্রের উপর ভিত্তি করেই অখন্ড কাইতলা ইউনিয়ন বিভক্তি তথা ০৮নং কাইতলা উত্তর ইউনিয়ন সৃষ্টির ১ম দরজা খুলে যায়।

এর পর যথাযথ সরকারী বিধি মালা ও নিয়ম পদ্ধতি মেনে কাইতলা উত্তর ইউনিয়ন সৃষ্টির চুড়ান্ত পর্যায় চলে আসে।

 

+ইউনিয়নের জন্ম কথাঃ-    

০৮নং কাইতলা ইউনিয়ন দুই ভাগ হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে (স্থানীয় সরকার শাখা) কর্তৃক স্মারক নং-স্থাঃ সঃ ১৬ (গঠন) ১১/০৯-৩৬৫ (৭) তাং- ৩১/০৮/০৯ইং প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে ১৭/০৭/ ২০১১ইং তারিখ কাইতলা দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান সাহেবের নিকট দায়িত্বভার হস্তান্তরের মাধ্যমে কাইতলা উত্তর ইউনিয়নে জন্ম হয়। এবং যাত্রা শুরু হয়। (০৫/০৬/২০১১ইং তারিখে কাইতলা দক্ষিণ ইউনিয়নে নির্বাচন হয়, কিন্তু কাইতলা উত্তর ইউনিয়নে সীমানা সংক্রান্ত মামলা থাকায় নির্বাচন হয় নাই)।

 

কাইতলা উত্তর ইউনিয়নের সীমানা

উত্তরে-নাটঘর ইউনিয়ন (নসরাবাড়ী)  

          রুদ্রাক্ষবাড়ী, বড়হিত)

দক্ষিণে- কাইতলা দক্ষিণ ইউনিয়নএবং  

          কসবা উপজেলা (নিয়ামতপুর,

          দক্ষিণ পূর্বে বাউর খন্ড)

পূর্ব- তিতাস নদী ও ব্রাহ্মণবাড়িয়া সদর

      উপজেলা।

পশ্চিমে-শিবপুর ইউনিয়নের ধনাশি এবং

           বিটঘর ইউনিয়নে ভাতুরিয়া গ্রাম।

আয়েতন-৯.২২ বর্গ কিঃ